সাপাহার(নওগাঁ) প্রতিনিধি : অবশেষে সাপাহার সীমান্তে বিদ্যুত স্পৃষ্টে নিহত গরু ব্যাবসায়ী শমসের আলীর লাশ ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, রোববার দিবাগত রাতে উপজেলার শীতল ডাঙ্গা গ্রামের এমাজ উদ্দীনের পুত্র শমসের আলী তার অন্যান্য সঙ্গীদের সাতে ভারত থেকে গরু নিয়ে অবৈধ পথে আসার সময় কান্দোবাটি বি এস এফ ক্যাম্প এলাকায় কাঁটা তারের সাতে বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলেই মারা যায়। পরবর্তীতে উপজেলার সুন্দরইল বি জি বি ক্যাম্পের পক্ষ থেকে লাশ ফেরত চেয়ে বি এস এফ কে পত্র দ্বারা জানালে তারা লাশের কথা অস্বীকার করে। অব শেষে বুধবার বিকেলে উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর পতাকা বৈঠকের পর বাংলাদেশ ভারত যৌথ সীমান্ত বাহিনীর তলাশী টিমের মাধ্যমে ভারত ভূখন্ডের এক ঝেপের মধ্য লুকায়িত অবস্থায় শমসের আলীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এর পর ভারতীয় ময়না তদন্ত শেষে গত বৃহস্পতিবার সন্ধায় পুনঃ পতাকা বৈঠকের মাধ্যমে সুন্দরইল সীমান্তের ২৪৭পিলার এলাকায় নিহতের লাশ হস্তান্তর করা হয়। ভারতের পক্ষে বি এস এফ ডি কোম্পানীর আটিলা কোম্পানী সদররের এস সি রুহিত শর্মা ও তপন থানার এ এস আই আরত্যাগীর নেতৃত্বে লাশ হস্তান্তর করলে বাংলাদেশের পক্ষ থেকে ৪৬ব্যাটলিয়ান উপ অধিনায়ক মেজর আরিফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা, এস আই শাহীন রেজা উপস্থিত থেকে নিহতের লাশ বুঝে নেন। ভারতীয় বি এস এফ নিহত শমসের আলীর লাশটি গুম করতে চাইলেও বাংলাদেশী বি জি বি সদস্যদের বুদ্ধি মত্তায় তা বেরিয়ে এসেছে বলে এলাকার অভিজ্ঞ মহল মনে করছেন। এ জন্য এলাকাবাসী তাদের ধন্যবাদ ও প্রশংসা জানিয়েছেন।