শরণখোলায় (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের শরণখোলায় রুমা (২৩) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ১৮ নভেম্বর সোমবার রাতে উপজেলার উঃ তাফালবাড়ি গ্রামে বাবার বাড়ীতে এ ঘটনা ঘটে।
রুমার পিতা সিদ্দিকুর রহমান জানান, একই গ্রামের সামশের আলীর পুত্র লোকমান হাওলাদারের সাথে দু’বছর আগে রুমার বিবাহ হয়। বিবাহের পর জামাই বিদেশ গেলে রুমা আমাদের বাড়ি থাকে । সোমবার রাত ৭ টার দিকে কোন কারণ ছাড়া ঘরের দরজা-জানালা বন্ধ করে আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ সময় সেখানে কেউ ছিলনা । রাত ৯ টার দিকে আমরা ঘরে এসে রুমার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শরণখোলা থানার পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির জানান, জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।