ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলার হাট ইউনিয়নে ১৮ দলের হরতাল চলাকালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাতের মামলায় হাজিরা দিয়ে এসে জেলা যুবদলের আহবায়কসহ ৪ নেতাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জুলফিকার আলী খান এ আদেশ দেন।
আটককৃতরা হলেন: ঠাকুরগাঁও জেলা যুবদলের আহবায়ক মহেবুলাহ চৌধুরী আবু নূর, সদর উপজেলা ঢোলার হাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইশারুল হক, যুবদল নেতা মিজানুর রহমান ও আসাদ।
উলেখ, গত ২৯ অক্টোবর ১৮ দলীয় জোটের ৬০ ঘন্টার হরতালের ২য় দিনে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলার হাট ইউনিয়নে প্রায় শতাধিত দোকানপাট ভাঙচুর, অগিসংযোগ ও লুটপাট করে বিএনপি সমর্থিত কর্মীরা। পরে ৩১ অক্টোবর আবুল কাসেম নামে এক দোকানদার বাদী হয়ে ৫৩ জনকে আসামী করে রুহিয়া থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।