চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা যুবদলের যুগ্ম আহŸায়ক আলমগীর হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ তাকে শহরের একটি চা’য়ের দোকান থেকে আটক করে। সে উপজেলার জোড়াগাছি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, নাশকতার ঘটনাসহ আলমডাঙ্গা থানায় একাধিক মামলা আছে। ওই সব মামলায় সে দীর্ঘ দিন থেকে পলাতক ছিল। সংশ্লিষ্ট মামলায় তাকে বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে হাজতে প্রেরণ করেন।
দামুড়হুদায় পরিত্যাক্ত ২ টি শক্তিশালি বোমা উদ্ধার
চুয়াডাঙ্গা সংবাদদাতা :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর কওমী মাদ্রাসার পার্শ্ববর্তী ঝোঁপ থেকে দুটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ বোমা দুটি উদ্ধার করে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব ঘজানান, সোমবার রাতে দামুড়হুদার উজিরপুর গ্রামের খোদাবক্স কওমী মাদ্রাসার পার্শ্ববর্তী ঝোপে লাল টেপ দিয়ে জড়ানো ২টি বোমা সাদৃশ্য বস্তু দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা দু’টি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।