নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহারে বে-সরকারী উন্নয়ন সংস্থা হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিসেস (এইচআরডিএস) এর আয়োজনে ১৮ নভেম্বর সোমবার শিরন্টি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দূর্যোগ মোকাবেলায় ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যকর ভুমিকা পালনের জন্য সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুল বাঁকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এইচআরডিএস’র পিওয়াস প্রকল্পের ফিল্ড প্রোগ্রাম ফ্যাসিলেটেটর আব্দুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মোঃ জিলুর রহমান, সাপ্তাহিক সাপাহার বার্তার নির্বাহী সম্পাদক মোঃ বাবুল আকতার, ওয়েভ ফাউন্ডেশন কর্মকর্তা মমিনুল ইসলাম ইউপি সদস্য, মোঃ শফিকুল ইসলাম, আব্দুল মালেক, আইয়ুব আলী, শহিদুল ইসলাম, শ্রী মতি আলোক রানী, শিক্ষক ছামেদুল ইসলাম, ডাঃ মোঃ শরিয়তউল্যা, ইউনিয়ন এক্সটেনশান অর্গানাইজার, মোঃ শহিদুল ইসলাম, কার্তিক টপ্য প্রমুখ।