দেলোয়ার হোসেন, জামালপুর : সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফজল মেম্বারসহ ৩ অপহরণ ঘটনার ৭২ ঘন্টা পর ১৭ নভেম্বর রবিবার সকালে নৌকার মাঝি ইউসুবের ক্ষত-বিক্ষত লাশ যমুনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, বৃহস্প্রতিবার সন্ধ্যার পর বিএনপির নেতা ফজল মেম্বারসহ সহযোগী কোরমান তালুকদার ও নৌকার মাঝি ইউসুব আলী উপজেলার জগন্নাথগঞ্জ থেকে নৌকায় গ্রামের বাড়ি নলসন্ধা গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে মধ্য যমুনার দূর্গম চর এলাকায় নৌকা যাওয়া মাত্র অপর একটি নৌকায় কতিপয় দূস্কৃতিকারীরা হামলা চালিয়ে নৌকাসহ ৩জনকে অপহরণ করে নিয়ে যায়। রবিবার সকালে যমুনা নদীর ভাটি অঞ্চল টাঙ্গাইল জেলার ভুয়াপুরের গবিনদাসী নামক স্থানে যমুনা নদীতে মাঝি ইউসুবের লাশ পানিতে ভেসে উঠে। সংবাদ পেয়ে থানা পুলিশ ইউসুবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ তাউহীদ লাশ উদ্ধারের বিষয়টি স্বীকার করেছেন।