চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনার নিমতলা সীমান্ত থেকে বিজিবি ১শ’ ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। শনিবার রাত ৭টায় নিমতলা সীমান্ত থেকে এসব মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার সীমান্তবর্তী হালদার পাড়া রাস্তার পাশে কলাবাগানে ওঁৎপেতে ছিল। এ সময় ৫ জন চোরাচালানীকে দেখে চ্যালেঞ্জ করলে তারা চারটি কার্টুন ফেলে পালিয়ে যায়। পরে কার্টুন তলাশি করে ১শ’ ১৩ বোতল ভারতীয় মদ (যার মূল্য প্রায় ২ লক্ষ টাকা) উদ্ধার করা হয়।
অপরদিকে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত থেকে ২শ’ ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র ধোপাখালী ক্যা¤েপর বিজিবি সদস্যরা। ১৭ নভেম্বর রোববার সকাল ৮ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এসব ফেনসিডিল আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকাল ৮ টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের একটি আখক্ষেতে ওৎপেতে ছিল বিজিবি সদস্যরা। এসময় ৬/৭ জন চোরাচালানী ভারত থেকে ৫ টি চটের ব্যাগ হাতে নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশে করে। বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করলে তারা চটের ব্যাগ ৫ টি ফেলে ভারতে পালিয়ে যায়। ব্যাগগুলো তলাশি করে ২শ’ ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
