তাপস চন্দ্র সরকার (চট্টগ্রাম উত্তর) : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে কুমিলা-৫ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন চাইলেন কুমিলার বুড়িচং থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাড. মাহবুবুর রহমান (৪৮)।
তিনি জিয়াপুর গ্রামের মৃত মোঃ খলিলুর রহমানের ও রৌশন আরা বেগম এর সন্তান এবংগত শনিবার বিকেলে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী এলাকা কুমিলা-৫ @ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী সমর্থকরা বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে অ্যাড. মাহবুবুর রহমান এর মনোনয়ন ফরম জমা দেন। আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে গত ১৬ নভেম্বর ২৫ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নপত্র ক্রয় করেন। যাহার স্মারক নং- ২০১৩-১০-২৬৪৯।
তিনি ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্রলীগ কুমিলা জেলা শাখার যুগ্ম সম্পাদক ছিলেন। অ্যাড. মাহবুব ২০০১ এর নির্বাচনের পর বিএনপি-জামায়াত জোট বিরোধী আন্দোলনে কুমিলা জেলা স্বেচ্ছাসেবকলীগের আন্দোলন সংগ্রাম সহ ২০০৭ সনের ১১ জানুয়ারী’র পরবর্তী সময়ে সব সময় আওয়ামীলীগের মিছিল মিটিং এ অংশ গ্রহণ করেন। অ্যাড. মাহবুবুর রমহান অত্যন্ত সততা ও নিষ্ঠার সহিত বর্তমানে ঘাতক দালাল নিমুল কমিটি কুমিলা জেলা শাখার সভাপতি, দেবপুর মাদ্রাসার সভাপতি ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল কুমিলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন।