এস. গুলবাগী, বগুড়া : মানি লন্ডারিং মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের আদালতে নিদোর্ষ প্রমান হওয়ায় সারা দেশের ন্যায় বগুড়াতেও বিএনপি নেতা-কর্মীরা উল্লাসে ফেটে পড়ে। ১৭ নভেম্বর রবিবার সকাল থেকেই বিচারের রায়ের অপেক্ষায় বিএনপির নেতাকর্মীরা জটলা বেধে ভিড় জমাতে থাকে। অপেক্ষমান নেতাকর্মীরা বগুড়ার বিভিন্ন উপজেলাসহ শহরের প্রধান প্রধান গুরুত্বপুর্ন স্থানে অবস্থান নিয়ে কোথাও কোথাও ভাংচুরসহ অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। বড় ধরনের নাশকতা ঠেকাতে আইন শৃংখলা বাহিনীও অবস্থান নেয় কড়া নিরাপত্তার বেষ্টনি নিয়ে। আদালতের রায় প্রকাশের পর পরই বিএনপির নেতাকর্মীরা আনন্দে ফেটে পড়ে। বগুড়া জুড়ে শুরু হয় মিষ্টি বিতরনের হিড়িক।
এবিষয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, এ রায় দেশবাসির প্রত্যাশার রায়, এ রায়ের মাধ্যমে সরকারের শুভ-বুদ্ধির আলামত পাওয়া যায়। তবে সকল ক্ষেত্রে এমন নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করলে দেশ তথা জাতির কল্যাণ বয়ে আনবে ও দেশে শান্তি বিরাজ করবে। অপর দিকে ওই রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দীন জানান, তারেক রহমানের রায়ের মাধ্যমে প্রকাশ পেল বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ। কিন্তু ওই রায়ে স্বচ্ছ প্রক্রিয়ার প্রতিফলন হলেও রায় যখন কারো বিপক্ষে যায়, তখনই তার সমালোচনা হয়।
