বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের রাণীসংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ৩৭৩ পিলারের নিকট থেকে ভারতীয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার সিঁড়িপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বুধবার সকাল ৭টায় বাংলাদেশী গরু ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে (২৫) ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে সন্ধ্যায় পতাকা বৈঠকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে।
বিজিবি ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাণীসংকৈল উপজেলার ভেংপুকুর হঠাতপাড়া গ্রামের আবুল হেসেনের ছেলে সাদ্দাম হোসেন ওই দিন সকাল ৭টায় ধর্মগড় সীমান্তে ৩৭৩ পিলারের নিকট গরু কিনতে গেলে ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার সিঁড়িপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের নজরে পড়লে তাকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে গরুতর আহত করে। পরে ধর্মগড় ক্যাম্পের বিজিবি’র পক্ষ থেকে পত্রপ্রদানের মাধ্যমে বিএসএফ’দের তীব্র প্রতিবাদ জানানো হলে পরে সন্ধ্যা ৭টায় ৩৭২/৬ এস সাব পিলারের জিরো পয়েন্টে উভয় দেশের কম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় সিড়িপুর ক্যাম্পের বিএসএফ বাংলাদেশী গরু ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে ধর্মগড় ক্যাম্পের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি সদস্যরা থানা পুলিশের কাছে সোপর্দ করে। এব্যপারে স্থানীয় থানায় মামলা হয়েছে। এব্যাপারে মোলানী বিজিবি সদর দপ্তরের কম্পানী কমান্ডার সুবেদার আফজাল হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত বাংলাদেশী সাদ্দাম হোসেন বুধবার সকাল ৭টায় ভারতের দিলিতে কাজ করে বাড়ী ফেরা পথে ভারতীয় সিড়িপুর ক্যাম্পের বিএসএফ’র নিকট আটক হলে পরে সন্ধ্যায় উভয় দেশের কম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক তাকে আমাদের কাছে হস্তান্তর করে।
