নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাটে উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা নির্বাহী অফিসার শরীফুন্নেসার নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালত চারঘাট উপজেলার রাওথা ও মোক্তারপুর ক্যাডেট কলেজ এলাকার পদ্মা নদী থেকে ৩ জেলের ৮টি কারেন্টজাল আটক করে। যার দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৫০ মিটার এবং আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। ৩ জেলেকে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ১ হাজার ৭শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট শরীফুন্নেসার। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকতা মাসুদ রানা, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন ও ক্ষেত্র সহকারী মনিরুজ্জামান প্রমুখ। শেষে আটককৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধবংস করা হয়।