স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে ১২ বোতল ভারতীয় মদ (অফিসার্স চয়েজ) উদ্ধার করেছে বিজিবি। ১২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সীমান্তের তেলিখালী বিওপি সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই মদ উদ্ধার করা হয়।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেলিখালী বিওপির কমান্ডার নায়েক সুবেদার আশরাফ হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ক্যাম্পের পাশের এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই মদ উদ্ধার করে। তবে ওইসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীরা বিজিবির টহল আচ করতে পেরে মদের বোতলগুলো ফেলে সটকে পড়েছে। ময়মনসিংহ বিজিবি-২৭ এর দায়িত্বশীল সূত্র ওই মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।