এম লুৎফর রহমান নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে গাড়ী ভাংচুর, মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে ১৮ দলের ডাকা ৩য় দিনে হরতাল পলন করছে জেলা বিএনপি। হরতালের সমর্থনে সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংঘঠনের নেতাকর্মী ও সমর্থকরা। অন্যদিকে সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনের নেতৃত্বে শহরের ভেলানগর প্রাইমারী স্কুল এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থা নিতে গেলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। পরে উত্তেজিত পিকেটারা সিএনজি ও অটো রিক্স্রায় ভাংচুর চালায়। এসময় পিকেটাররা কমপক্ষে ১০টি সিএনজি অটো রিক্সা ভাংচুর করে ।
