চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এম-এল-লাল্টু বাহিনী) সেকেন্ড ইন কমান্ড লোকমান হোসেনকে (৫০) আটক করেছে পুলিশ। ১২ নভেম্বর মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়। লোকমানের আলমডাঙ্গাসহ চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার একাধিক মামলার আসামী। সে উপজেলার আন্দিপুর গ্রামের ঈমান মন্ডলের ছেলে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লোকমানের আলমডাঙ্গাসহ চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার একাধিক মামলার আসামী। সম্প্রতি সময়ে তার অত্যাচারে অতিষ্ট ছিল এলাবাসী। তাকে আটক করতে আমরা জাল বিস্তার করতে থাকি। মঙ্গলবার ভোর চারটার দিকে লোকমান আমাদের পাতা জালে পা দিলে এএসআই রাজিব আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আইন্দিপুর গ্রাম থেকে তাকে আটক করে।
