আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসন জনস্বাস্থ্য প্রকৌশল ও বেসরকারী সংস্থা ব্র্যাকের উদ্যোগে নারীর স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১২ নভেম্বর মঙ্গলবার সকালে আমতলী উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী মো. আব্দুল্লাহর সভাপতিত্বে আমতলী ইউটি এন্ড ডিসি হলে ওই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত ) চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম সামসুদ্দিন সানু, বিশেষ অতিথি ছিলেন ,উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস দেলোয়ারা হামিদ, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা. একরামুল কবির ,ব্র্যাকের উর্ধ্বতন আঞ্চলিক ব্যাবস্থাপক,মো. আব্দুল মালেক মিয়া, ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন বশির, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন, ব্র্যাক উপজেলা ব্যবস্থাপক ওয়াশ মো. সাইফুল ইসলাম, শামিমা আক্তার, রিনা বেগম, শিল্পি রানী, মমতাজ বেগম, হনুফা বেগম প্রমূখ।
