যশোর প্রতিনিধি : বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো যশোরের মুন্নী নামের এক জেএসসি পরীক্ষার্থী। ১০ নভেম্বর রবিবার সন্ধ্যায় খেদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর হস্তক্ষেপে ওই বিয়ে বন্ধ করা হয়।
জানা যায়, যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়ার গাংগুলিয়া গ্রামের হাসান আলীর মেয়ে মুন্নী। তার বিয়ে ঠিক করা হয় ঝিকরগাছা উপজেলার চন্দনপুর গ্রামের মৃত কুদ্দুতুল্যর ছেলে মহিদুর এর সাথে। রবিবার সন্ধ্যায় বিয়ের প্রস্তুতি চলছিল। ওইসময় সচেতন এলাকাবাসীর সংবাদ পেয়ে খেদাপাড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমীর আকবাজ ঘটনাস্থলে পৌঁছে ওই বাল্যবিয়ে বন্ধ করে দেন। মুন্নি গাংগুলিয়া আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের চলমান জেএসসি পরীক্ষার্থী।
