বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জে বিএনপি জামায়াত সহ ১৮দলীয় জোটের ডাকা হরতালে গাড়ী ভাংচুরের অভিযোগে ছাত্রদল নেতা নাসির উদ্দিন খান(৩০)কে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
স্থানীয় সূত্র জানায়,গত ৭নভেম্বর থেকে বিএনপির জামায়াত সহ ১৮দলীয় জোটের ডাকা ৬০ঘন্টার হরতালের শেষ দিনে বরিশাল-ঢাকা মহাসড়কের সাতমাইল ইউনিক তেলের পাম্পের সামনে বসে গাড়ী ভাংচুর করেছে ১৮দলীয় জোটের নেতাকর্মীরা।ওই গাড়ী ভাংচুরের ঘটনায় ও পুলিশের বিশেষ ক্ষমতা আইনে গতকাল সকালে বিমানবন্দর থানার এস আই সফিকুল ইসলাম গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ও মাধবপাশা ইউনিয়নের গজালিয়া গ্রামের নাসির উদ্দিন খানকে মাধবপাশা বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেছে।
