আজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার সকালে ট্রাক্টর লড়ী ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফালু মিয়া (৬০) নামে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গফরগাঁও-বরমী সড়কের শৈলসাব এলাকায়। নিহত ব্যবসায়ী ফালু মিয়ার বাড়ি দত্তের বাজার ইউনিয়নের বালি পাড়া গ্রামে।
জানা যায়, গতকাল সকালে বালি ভর্তি একটি ট্রাক্টর লড়ী গফরগাঁও থেকে পাগলা যাওয়ার পথে গফরগাঁও-বরমী সড়কের লংগাইর শৈলসাব এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষে ফালু মিয়া নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী জানায়, ফালু মিয়া ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিল। ঘটনার পর পরেই এলাকাবাসী ঘাতক ট্রাক্টর লড়ী ও চালক হিমেলকে (২২) আটক করে উত্তম-মধ্যম দিয়ে উপজেলার পাগলা থানায় সোপর্দ করে।