জিএইচ হান্নান, শেরপুর : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের প্রতিবাদে হরতালের দ্বিতীয় দিনে ঢাকায় জাতীয় শ্রমিক লীগের হরতাল বিরোধী মিছিলে বোমা হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় শ্রমিক লীগ। ৬ নভেম্বর বুধবার বিকেলে জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে থানামোড়ে জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ নাহাজ, সোনালী ব্যাংক সিবিএ সভাপতি জাকির হোসেন বাবুল, কৃষি ব্যাংক সিবিএ সভাপতি গোলাম সাকলাইন, জেলা বিএনডিসি শ্রমিক লীগ নেতা আব্দুল ওয়াদুদ, জেলা যুব শ্রমিক লীগ সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।
