বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের শেষ দিনে টুকিটাকি বিচ্ছির্ন্ন ঘটনা ও গাড়ী ভাংচুর ও ঝটিকা মিছিলের মধ্যে দিয়ে হরতাল পালিত হয়েছে।
বুধবার সকালে সাতমাইল নামক স্থানে ছাত্রদল নেতা সবুজ আকনের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করে ২ টি গাড়ী ভাংচুর করে পালয়ে যায় এবং বরিশাল-ঢাকা মহাসড়কের ছয়মাইল সংলগ্ন ইউনিক পেট্রোল পাম্পের সামনে বসে ছাত্রদল নেতা নাসির উদ্দিন খানের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করে মাহিন্দ্রা,অটো সহ ৫/৭ গাড়ী ভাংচুর করে পালিয়ে যায়। পরে ডিবি ও বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝটিকা মিছিলকারীদের ধাওয়া করে পালিয়ে যায়।
