বেতাগী(বরগুনা)সংবাদদাতা :
বিশিষ্ট আউলিয়া হযরত শাহ্ ওয়াজেদ আলী (রঃ) দু’দিন ব্যাপি ৩০- তম পবিএ বার্ষিক ওরশ মোবারক শেষ হয়েছে।মাজার শরীফ কমিটির সভাপতি নিজাম খন্দকারের সভাপতিত্বে সোম ও মঙ্গলবার উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের দরবার শরীফে দু’দিন ব্যাপি অনুষ্ঠিত ওরশ মোবারকে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন,কাজিরাবাদ মাজার শরীফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক যুগ্ম জেলা জজ এডভোকেট সৈয়দ আবদুলাহ সহিদ,বিশেষ অতিথি ছিলেন,দরবার শরীফের সাবেক সভাপতি কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হেসেন,দরবার শরীফের ভক্ত সাংবদিক বেলায়েত হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মন্নান সহ ওলামায়ে কেরাম ও স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। মঙ্গলবার শেষ রাতে আখেরি মোনাজাত ও তবারক বিতরন করা হয়। এসময় আলোচকরা বলেন,শাহ্ ওয়াজেদ আলী (রঃ) এক জন খাঁিট কুতুব ও অলি কামেল ছিলেন।তার আদর্শের অনুপ্রেরনায় আমাদের জীবন ও সমাজ গড়তে হবে। নবিজী হযরত মোহাম্মদ(সঃ)’র আদর্শ বাস্তবায়নেও এগিয়ে এসে পরমকরুনাময় আলাহতায়ালার অশেষ রহমত ও কৃপা লাভ করতে হবে।