ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা : ডুমুরিয়ায় অবৈধ সরকার বাতিল ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোট আহুত ৬০ ঘন্টা হরতালের ১ম দিন গতকাল সোমবার শান্তিপূর্ন ভাবে হরতাল পালিত হয়েছে। দূর পাল্লার কোন যানবহন চলাচল করে নি। অধিকাংশ দোকান পাঠ বন্ধ ছিল। অফিস আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল কম। ব্যাংকের বাইরে তালা লাগিয়ে লেনদেন ছিল খুব কম।
হরতাল চলাকালীন সোমবার সকালে ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জাকারিয়া সুপার মার্কেট চত্বরে উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান খান আলী মুনসুরের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ, সাংগঠনিক সম্পাদক শেখ মতিয়ার রহমান বাচ্চু, চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, এস এম কামরান হাসান, গাজী ইমরান হোসেন মনিরুল, শেখ আতিয়ার রহমান, আব্দুর রাজ্জাক খান, খান আফজাল হোসেন, শেখ জয়নাল আবেদিন, অধ্যাপক শশাংক সরকার, গাজী আব্দুল হালিম, মোল্যা মসিউর রহমান, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, শেখ শাহিনুর রহমান মোল্যা কবির হোসেন, মনির হোসেন গোলদার, আবুল কাশেম মোল্যা, মোল্যা একরামুল হোসেন, দেলোয়ার হোসেন, শেখ ফরহাদ হোসেন, হাফেজ মতিয়ার রহমান, মাও: খলিলুর রহমান, নিত্যানন্দ মন্ডল, আবুল হোসেন সরদার, শহিদ মোড়ল, শেখ আব্দুর রশিদ, আহম্মাদ আলী ফকির, পরিতোষ কুমার বালা, আশিকুর রহমান, মোনায়েম গাজী, শফি খান, পিকুল, শেখ আ: গফ্ফার, ফরিদুল ইসলাম, মনিরুল ইসলাম,সোহরাব হোসেন, গাজী আ: রব, কোবাদ শেখ, মাহবুর রহমান পিকুল, রুহল খান, শেখ আশরাফ হোসেন, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, হেমায়েত রশিদ খান, মাও: আব্দুস সালাম, শেখ হুমায়ুন কবির, শফি জোয়দ্দার, গাজী আ: আাজিজ, সুলতান মোল্যা, শহীদ খান, আ: হান্নান গাজী, সৌমিত বৈরাগী, কল্যান বাড়ই, জিল্লুর রহমান, মৃণাল মন্ডল, শেখ মুনসুর, আব্দুর রাজ্জাক সরদার, মাহমুদুল হাসান, আ: গফুর গাজী, আমিনুর জোয়ার্দ্দার, মনিরুল ইসলাম, আবুল কাশেম সরদার, শফি গাজী, সাত্তার সরদার, হায়দার আলী খান, ওলিপ মন্ডল, মনু সরদার, মোজাহার আলী, শাহাজালাল, সেলিম হালদার, জাহাতাপ গাজী, আজিজ মোড়ল, আ: রাজ্জাক শেখ, সবুজ , পারভেজ গাজী, তাজ খান, হাফেজ রশিদ, শহিদুল ইসলাম বেল্টু, গৌর বিশ্বাস, আলম মহালদার, সোহাগ গোলদার, আবু মুছা প্রমুখ। হরতাল চলাকালীন সময় চুকনগর, আঠারো মাইল, কাঠালতলা, খর্নিয়া, শাহপুর, খুকড়া, বানিয়াখালী, উলা সহ বিভিন্ন স্থানে পিকেটিং হয়। সমাবেশে বক্তারা আগামী মঙ্গল ও বুধবার হরতাল সফল করার আহবান জানান। নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে বিএনপি সহ ১৮ দলের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। সমাবেশ শেষে হরতালের পক্ষে একটি বিশাল মিছিল ডুমুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।