মোঃ আমিনুর ইসলাম,গাবতলী (বগুড়া) : বগুড়ার গাবতলীর বাগবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নজরুল ইসলামের বিরুদ্ধে অশ্লীল কার্যকলাপ, অবাধ ঘুষ গ্রহণ, থানা আ’লীগের নেতা-কর্মীরদের নামে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ এনে জুতা মিছিল ও সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ২ নভেম্বর শনিবার বিকেলে বাগবাড়ী বন্দরে ওই মিছিল ও সংবাদ সম্মেলন করা হয়।
জানা যায়, থানা আওয়ামী লীগের সদস্য আব্বাস আলীর নেতৃত্বে জুতা মিছিলে নশিপুর ইউনয়ন আ’লীগের সাধারন রাশেদুল ইসলাম বিপ্লব, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, খোকা, নঈম মাষ্টার, বজলার রহমান, হাবিবুর রহমান, জোনাব আলী, কালু, খলিল, সাকু, টুকু, আঃ রহিম, কুদ্দুস, বাড়ী মন্ডল, ডা. মোন্তেজার, সাইদুর, ফিজার, মোয়াজ্জেম প্রমুখ উপস্থিত ছিলেন। মিছিলের পর এসআই নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করে।
এব্যাপারে ফাঁড়ির আইসি এসআই নজরুলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের অন্যায়ের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়ার ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে তারা। সরকারী দলের পরিচয় দিয়ে আওয়ামী লীগ নেতা বিপ্লব ও তার কতিপয় সহযোগি সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করতে এলাকায় বিভিন্ন অপকর্ম চালাচ্ছে। প্রকাশ্যে সরকারী গাছ কাটার দায়ে গাবতলীর বন কর্মকর্তা বিপ্লবসহ কয়েকজনের নামে মামলা করে। এজাহারনামীয় আসামী মুনিরকে গ্রেফতার করায় তারা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। এব্যাপারে মডেল থানার ওসি আলী আহম্মেদ হাসমীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা এলাকায় আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে দলের সুনাম নষ্ট করছে। তাদের অন্যায়ের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেয়ার তারা পুলিশকে বৃন্ধাঙ্গালী দেখাচ্ছে। তিনি আরও জানান, বিপ্লবসহ অন্যদের বিরুদ্ধে বনকর্মকর্তা গাছ কাটার মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
