ads

বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০১৩ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘি-আবাদপুকুর সড়কে শতাধিক গর্ত চলাচলে ভোগান্তি

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০১৩ ৮:৫৩ অপরাহ্ণ

adamdighi-31-10-213হাফিজার রহমান আদমদীঘি (বগুড়া) : নিয়মিত মেরামত না করা ও পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বগুড়ার আদমদীঘি-আবাদপুকুর সড়কের বিভিন্ন স্থানে পাকা কংক্রিট উঠে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্ঠি হয়ে যানবাহ চলাচলে মারত্বক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। ভোগান্তির সৃষ্টি হয়েছে জন সাধারনের। বিশেষ করে আদমদীঘি হাসপাতাল রাস্তা. বাসষ্ট্যান্ড থেকে বাবা আদম (রহঃ) মাজারের সামনে হয়ে ক্ষুন্দ্র মৎস্য বাজার পর্যন্ত ও তাশন মসজিদে দু”পাশের রাস্তায় পানি জমে শতাধিক গর্তের সৃষ্টি হয়ে সড়কটি ব্যহারের অযোগ্য হয়ে পড়েছে।
স্বাধীনতার পর পর বগুড়ার আদমদীঘি-আবাদপুকুর সড়কটি পাকা করনের কাজ সম্পূর্ন করা হয়। এই জনগুরুত্বপূর্ন সড়ক দিয়ে প্রতিদিন বগুড়া থেকে নিয়মিত যাত্রীবাহি বাস সিএনজি, অটোটেম্পু. ট্রাক ভ্যান রিক্্রা সহ বিভিন্ন যানবাহনের পাশাপশি হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। রানীনগরের আবাদপুকুর. পতিসর. কালিগঞ্জ. বগাবাড়ি. ভেটি, ভান্ডারগ্রাম. কামতা. পারইল আদমদীঘির কেশরতা, মুরাদপুর,কুসুম্বী সহ শত শত গ্রামের হাজার হাজার মানুষের রাজধানী ঢাকা ও বগুড়া নওগাঁ রাজশাহী জেলা শহর সহ দেশের বিভিন্ন স্থানে যাতাযাতের এক মাত্র চলাচলের মাধ্যম এই সড়কটি। এই পাকা সড়ক দিয়ে যানবাহন চলাচলের কারনে বিভিন্ন অংশে পাকা কংক্রিট উঠে গর্তের সৃষ্ঠি হয়। ইতি মধ্যে মাঝে মধ্যে মেরামতের কাজ করা হলেও  কিছু দিন পর আবারও মেরামত করা সড়কটি নষ্ঠ হয়ে যানবাহন চলাচলে বিঘœ ঘটে।
বর্তমানে হাসপাতাল সড়ক সহ এই জনগুরুত্বপূর্ন সড়কের পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং দীর্ঘ দিন ধরে জোড়া তালি দিয়ে মেরামত কাজ করে রাখার কারনে আদমদীঘি-আবাদপুকুর সড়কে কাদা পানিতে সয়লাব হয়ে প্রায় শতাধিক স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন সহ সাধারন মানুষের চলাচল মারাত্বক ভাবে বিঘিœত হচ্ছে। তরিৎ সড়কটি মেরামত করা না হলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ার আশংকা রয়েছে। আদমদীঘি উপজেলা প্রকৌশলী এস.এম কেরামত আলী নান্নু জানান সড়কটি সংস্কারের জন্য স¤প্রতি টেন্ডার আহবান করা হয়েছে। অল্প দিনের মধ্যে কাজ শুরু করা কবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!