আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ঢাকা থেকে চট্টগ্রামগামী মেইল ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন স্টেশনে প্রবেশের পথে কুমারপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে। ৩০ অক্টোবর বুধবার মধ্যরাতে ট্রেনের মাঝখানের একটি বগি রেললাইন থেকে ছিটকে পড়লে ওই দূর্ঘনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ৪০ জন যাত্রী। নিহত যাত্রীরা হচ্ছে নেত্রকোনা শহরের বারহাট্টার মোস্তাকিম (২৫) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নূরুল আমিন (৪৫)।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহ আলম বলেন, আহত যাত্রীদের মধ্যে ২৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে। তাঁদের বেশির ভাগেরই হাত-পা ভেঙে গেছে। এছাড়া গুরুতর অবস্থায় ১৫ জনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আখাউড়া রেলজংশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানায়, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। কারণ তদন্তে ঢাকা থেকে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল আখাউড়ায় পাঠানো হবে। দুর্ঘটনার কারণে রাত ৩টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ ছিল।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।