ইয়ানুর রহমান, যশোর : ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কে পিকেটারদের দেখা না গেলেও ইউনিয়ন পর্য়ায়ে পিকেটিং করেছে হরতাল সমর্থনকারীরা। হরতাল সমর্থকরা এক আওয়ামীলীগ নেতাকে হাতুড়িপেটা করে তার মোটর সাইকেলে অগ্নি সংযোগ করেছে। ২৮ অক্টোবর সোমবার সকালে উপজেলার পায়রা ইউনাইটেড কলেজের সামনে ওই ঘটনা ঘটে।
জানা যায়, পায়রা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বিশ্বাস (২৮) সোমবার সকাল ১০ টার দিকে মোটর সাইকেলযোগে নওয়াপাড়ায় যাওয়ার পথিমধ্যে পায়রা ইউনাইটেড কলেজের সামনে পৌছালে স্থানীয় বিএনপি-জামায়াত সমর্থিত পিকেটাররা তাকে গতিরোধ করে হাতুড়ি পেটা করে তার মোটর সাইকেলটিতে অগ্নিসংযোগ করে। স্থানীয় লোকজন হাফিজুরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে অভয়নগর থানায় মামলা হয়েছে।
