ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই সীমান্ত থেকে আনোয়ার হোসেন (২১) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ২৪ অক্টোবর বৃহস্পতিবার ভোরে ভারতের ১২১ বিএসএফ ব্যাটালিয়নের সোনামতি ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করে। আটক আনোয়ার ওই উপজেলার রতœাই মেগদাপাড়ার শরিফ উদ্দিনের ছেলে।
জানা যায়, রতœাই সীমান্তের ৩৮২/২-৩ এস পিলারের ওপারে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাকে আটক করে।
বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন জানান, এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
