স্টাফ রিপোর্টার : শেরপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন মাসব্যাপী ওই ইঁদুর নিধন অভিযান আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শেরপুর খামারবাড়ী মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই’র উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ, শেরপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ সরোয়ার জাহান, খামারবাড়ীর সিপিএস ফজলুল করিম সানি প্রমুখ। জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার ৫ উপজেলার কৃষি কর্মকর্তা, সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।
