মো. কামরুল হাসান, মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুরে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। উপজেলা সদরসহ সবকটি ইউনিয়ন মিলিয়ে ১শ ২০টি পূজামন্ডপ তৈরির কাজ প্রায় সমাপ্তের পথে রয়েছে। রং তুলির সুনিপূণ কারুকার্যে দূর্গা প্রতিমার আসল রুপ উদ্ভাসিত করতে এখন ব্যস্ত শিল্পীরা।
উপজেলা পূজা কমিটির দাবি অন্যান্য বছরের তুলনায় এ বছর উপজেলায় সবচেয়ে বেশী পূজামুর্তি তৈরী করা হচ্ছে। এর মধ্যে বাবুখালি ইউনিয়নে ৩৭ টি, বিনোদপুর ইউনিয়নে ১১টি, দীঘা ইউনিয়নে ১৫ টি, রাজাপুর ইউনিয়নে ১৪ টি, নহাটা ইউনিয়নে ১৫ টি, পলাশবাড়িয়া ইউনিয়নে ১৩ টি , বালিদীয়া ইউনিয়নে ৬টি ও মহম্মদপুর সদর ইউনিয়নে ৯ টি পূজা মুর্তি তৈরী করা হচ্ছে।
জানা গেছে, সব চেয়ে বড় পূজামুর্তি তৈরী হচ্ছে রাজাপুর ইউনিয়নের জয় গোপাল দাসের বাড়িতে। এ ব্যাপারে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজা জানান, পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ভিডিপি ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রীকান্ত বিশ্বাস ও সাধারন সম্পাদক শ্রী কানু তেওয়ারী দূর্গাপূজাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
