ads

বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০১৩ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অলৌকিক : শেরপুরে দুধ দিচ্ছে বকনা গরু!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ২৫, ২০১৩ ৪:০০ অপরাহ্ণ

Boknaআলমগীর কিবরিয়া কামরুল : অলৌকিকভাবে দুধ দিচ্ছে এক বকনা গরু। আশ্চর্যজনক ও অবিশ্বাস্য হলেও ওই সত্য ঘটনাটি ঘটছে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গনই মমিনাকান্দা গ্রামে। ওই গ্রামের ব্যবসায়ী ফজলুল হকের গৃহপালিত ৪ বছর বয়সী একটি বকনা গরু এখন দৈনিক ৩ কেজি করে দুধ দিচ্ছে। ঘটনাটি জানাজানি হয়ে পড়ায় এখন প্রতিনিয়তই ওই বকনা গরুটি দেখতে ফজলুলের বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ।
২৫ সেপ্টেম্বর বুধবার সরেজমিনে গিয়ে জানা যায়, সদর উপজেলার গনই মমিনাকান্দা গ্রামের কৃষক মিনতাজ আলীর ছেলে ধান-চাল ব্যবসায়ী ফজলুল হক ৪ বছর পূর্বে স্থানীয় বাজার থেকে ৬ হাজার ৮শ টাকায় একটি বাছুর ক্রয় করে পালন করতে থাকেন। পরে ওই বকনা গরুটি দীর্ঘদিনেও গর্ভবর্তী না হওয়ায় হঠাৎ একদিন তার দুধের বাট ফুলে যায়। পরে প্রাণীসম্পদ বিভাগের সাথে যোগাযোগ করা হলে চিকিৎসকরা জানান, বকনা গরুটির ওলান ও বাটে দুধ জমেছে। গরুর মালিক ফজলুল হক তাৎক্ষনিক ওই গরু থেকে দুধ দোহন করলে প্রথম বেশ কিছুদিন ৫ কেজি করে দুধ হয়। বর্তমানে ৬/৭ মাস ধরে ৩ কেজি করে দুধ দিচ্ছে ওই বকনা গরু।
ওই বিষয়ে শ্যামলবাংলার সাথে আলাপচারিতায় গরুর মালিক ফজলুল হক জানান, ওই বকনা গরুর দোহনকৃত দুধ পরিবারের সবাই স্বাভাবিকভাবেই খাচ্ছে এবং নিয়মিত বিক্রিও হচ্ছে। তিনি জানান, অলৌকিক ভেবে অনেকে আগ্রহ করেও ওই দুধ কিনে নিচ্ছেন। এ বিষয়ে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তালিম উদ্দিন আহমেদ জানান, এ ধরনের ঘটনা ভিন্ন এলাকাতেও পাওয়া গেছে। এটি খাদ্য গ্রহণে তারতম্যের কারণে হরমোন সিচুয়েশনে ঘটে থাকতে পারে। তবে ঘটনাটি ভিন্নরকম মনে হলেও ওই দুধ স্বাস্থ্যসম্মতই।
এদিকে গর্ভবর্তী না হওয়ায় এবং বাছুর ছাড়াই বকনা গরুটির ওইরকম দুধ দেওয়ার ঘটনাকে বিজ্ঞানসম্মত পরিবর্তন ভাবতে নারাজ এলাকাবাসীসহ অনেকেই। তাদের মতে, ওটা আল্লাহর কুদরতী খেলা বা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই নয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!