স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদীতে এক পাগল কুকুরের কামড়ে ৫ শিশু আহত হয়েছে।২৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে এ ঘটনা ঘটে । আহতরা হলোঃ মুন্সীপাড়া, খামারিয়া পাড়া ও তারাকান্দি গ্রামের সোহাগ (৭) আসলাম (৬) হাবিবুর (৯) রায়হান (১০) আশরাফুল (৬) ও বিতান্ত (৩)।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জররী বিভাগের চিকিৎসক ডাঃ শামীম আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,উল্লেখিত শিশুদের প্রাথমিক চিকিৎসা শেষে জলাতংক নিরোধ ভ্যাকসিন দেওয়া হয়েছে।