শ্যামলবাংলা ডেস্ক : সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন হেতিমগঞ্জ পাঁচমাইল এলাকায় ৫শ ১০ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করেছে র্যাব-৯। ২২ সেপ্টেম্বর রবিবার সকালে মাইক্রোবাসসহ ওই ২ জনকে আটক করা হয়। এরা হচ্ছে সাঈদ আহম্মদ ও মো. আব্দুল নূর।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সোয়া ৭টার দিকে হেতিমগঞ্জ পাঁচমাইল এলাকায় অভিযান চালিয়ে ওহাব ফিলিং স্টেশনের সামনের রাস্তা থেকে মাদকসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের মহানগর পুলিশের শাহপরান থানায় সোপর্দ করা হয়েছে।
