ইয়ানুর রহমান, যশোর : বেনাপোল সীমান্ত পথে ভারত যাতায়াতের সময় ১৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে নারী,পুরুষ ও শিশুসহ ২১ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার দুপুরে আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে। এরা হচ্ছে মাগুরা জেলার অনিল বিশ্বাসেন ছেলে অজিত কুমার (৩৩),নিমায় চন্দ্রের ছেলে নিরমল দাস(৩৪),ফরিদপুর জেলার শিরিশ চন্দ্রের ছেলে পরিমল বিশ্বাস (২০), নির্মল দাসের স্ত্রী চম্পা দাস (২৩),ভদ্র দাসের স্ত্রী আলো দাস (৬৫), দিলিপের স্ত্রী বিন্দা রানী (১৮), নির্মল দাসের ছেলে সানি দাস (৪), পরিমল বিশ্বাসের স্ত্রী শ্যাামলী বিশ্বাস (২২),খুলনা জেলার ধিরেন্দ্র নাথের ছেলে শংকর সরকার (৩০),চট্রগাম জেলার বজরণ দাসের ছেলে নির্মল দাস (৩৪),ঢাকা জেলার শরিফুল আহমদ্দের ছেলে শিপলু (২৮), বেনাপোলের সাদিপুর গ্রামের আকাশের স্ত্রী ইয়াসমিন (১৪),নিমায় ভদ্রের মেয়ে মন্দিরা বিশ্বাস (৩), ঝিনাইদহ জেলার নিরপদ বিশ্বাসের ছেলে ভদ্রকান্ত বিশ্বাস (৩৫) ও নড়াইল জেলার দেবেশ চন্দ্রের ছেলে অসিত বিশ্বাস (৩৫)। আটককৃতরা জানিয়েছে, তারা পাসপোর্ট ও ভিসা জটিলতায় বাধ্য হয়ে চিকিৎসা, ব্যবসা ও বেড়ানোর কাজে সীমান্ত পথে ভারত যাতায়াত করছিল।
বেনাপোল বন্দর থানার এসআই হাসান জানান, শুক্রবার রাত ১১ টার দিকে বিজিবি সদস্যরা ২১ বাংলাদেশিকে আটক করে। শনিবার লিখিত অভিযোগসহ তাদেরকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়।
