শ্যামলবাংলা ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে হিন্দু-মুসলিম দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মুজাফফরনগর পরির্দশনে যাচ্ছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও ছেলে রাহুল গান্ধি। কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং উত্তর প্রদেশ কংগ্রেসের দায়িত্বে নিয়োজিত মধুসুদন মিস্ত্রি ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাংবাদিকদেরকে এ কথা জানান।

এক মুসলিম এক নারীকে উত্যক্ত করার ঘটনায় ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া হিন্দু-মুসলীম দাঙ্গায় এ পর্যন্ত সরকারি হিসাবে ৪৪ জন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। দাঙ্গা নিয়ন্ত্রণে সেখানে সেনা মোতায়েন করা হয়।
আগামী সপ্তাহে রাহুল ও তার মা মুজাফফরনগর সফরে যাবেন।
