শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বে বর্তমানে হংকং ব্যবহার করছে সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট। হংকং এ প্রতি সেকেন্ডে ৬৩.৬ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) গতিতে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। ইন্টারনেট সেবা ভিত্তিক প্রতিষ্ঠান ‘আকামাই টেকনোলজিস’র সাড়া বিশ্বে পরিচালিত এক জরিপে ওই তথ্য জানানো হয়েছে ।

বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের গতি পরীা করে আকামাই কর্তৃপ জানায়, দণি কোরিয়া এপর্যন্ত সবার শীর্ষে ছিল। এ বছর তালিকার শীর্ষে চলে এসেছে হংকং । পৃথিবীর অন্য দেশেগুলোর তুলনায়।এশিয়ার দেশগুলো ইন্টারনেট ব্যবহারে অনেক বেশি এগিয়েছে। এই তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হল জাপান (৫০ এমবিপিএস), রোমানিয়া (৪৭.৯ এমবিপিএস), দণি কোরিয়া (৪৪.৮ এমবিপিএস), লাটভিয়া (৪৪.২ এমবিপিএস), সিঙ্গাপুর (৪১.১ এমবিপিএস), সুইজারল্যান্ড (৪০.৩ এমবিপিএস), বুলগেরিয়া (৩৮.৫ এমবিপিএস), নেদারল্যান্ডস (৩৮.২ এমবিপিএস) এবং বেলজিয়াম (৩৮ এমবিপিএস)।
