পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পন এবং আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন, দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর সভাপতিত্বে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট গোলাম হাসনায়েন, সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এছাড়া পাবনা জেলা প্রশাসন ও ৯ টি উপজেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনটি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসুচি হাতে নেয়া হয়।
