স্টাফ রিপোর্টার : শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বলেছেন, রমজান সংযমের মাস, রহমতের মাস ও আত্মশুদ্ধির মাস। পানাহার থেকে শুরু করে চলাফেরা, কথাবার্তা-আচরণে সংযত এবং সকল প্রকার অন্যায়-অনাচার থেকে বিরত হয়ে আত্মশুদ্ধি ঘটানোই রমজানের শিক্ষা। আর এ শিক্ষা নিয়ে সমাজে তার প্রতিফলন ঘটানোই আমাদের দায়িত্ব। তিনি ১৭ জুলাই বুধবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত ইফতারপূর্ব শুভেচ্ছা বক্তব্যে ওই কথা বলেন।
এসময় শেরপুরের জেলা ও দায়রা জজ মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল গণি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহিতুল হক এনাম চৌধুরী, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আব্দুস সামাদসহ প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকলেই ইফতার পার্টিতে মিলিত হন।
