শ্যামলবাংলা ডেস্ক : মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এবার স্বস্ত্রীক দেশেই ঈদ করবেন সজীব ওয়াজেদ জয়। এজন্য মঙ্গলবার সকালে কাতার এয়ারওয়েজ এর একটি ফ্লাইটে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর হয়ে দেশে ফিরেন তিনি। সাথে এনেছেন স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ও মেয়ে সোফিকে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুব-উল হক শাকিল জানান, সজীব ওয়াজেদ জয় কতদিন দেশে থাকবেন তা এখনও নিশ্চিত নই। তবে এবার মার সাথেই দেশে ঈদ করবেন এমনটাই ধারণা করা হচ্ছে।
এছাড়া ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত জাতীয় সংসদ নির্বাচনের মত এবারও তিনি আগামী নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন। এজন্য কিছুদিন দেশেই থেকে নির্বাচনে জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বাড়ে এমন কিছু কর্মসূচিতেও তিনি অংশ নিতে পারেন। উল্লেখ্য, ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার, ডিজিটাল বাংলাদেশ গড়ার ‘মূল থিংকার’ হিসেবে কাজ করেছেন জয়, এবারও সেরকম কিছু প্ল্যান নিয়ে তিনি এসেছেন।
