যদি সময়ের অফুরান প্রতিনিধি হয় সূর্য
তবে মর্ম প্রকাশের আধার মুখ
যেমন পথ চলায় পাথেয় পা ;
আলো-আঁধারি খেলার চৌকস দর্শক চোখ
হৃদয় ভুবনের বা আত্মার আধার গা।
যদি বাঙালি নারীর গোল নান্দনিক টিপ হয় চাঁদ
তবে গন্ধ আঁচে অনবধ্য শিকারী দু’নলা নাক
যেমন শ^াস-প্রশ^াস আর আওয়াজ তুলতে গলা ;
পেট এক অনন্য পাত্র বা ধারণ ক্ষেত্র খোরাকের
সব অঙ্গে পুরণ দেহের ষোলকলা।
যদি অনুভবের পরশ হয় স্বপ্ন ও সুখ
তবে কীর্তিময়-মানবিক কাজে উদ্বাহু পরশ হাত
যেমন বুদ্ধি চালনায় মানব মস্তিষ্ক মাথা ;
জগত ডুবায় জগত ভাসায়
নিত্য দিনের কতো কথা !
২৪/০২/২৩ ইং।