শেরপুরের শ্রীবরদীতে মাটিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বেঞ্চে উঠে যাওয়ার পর সেখানে বসে থাকা মো. সোহাগ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ১৯ ডিসেম্বর রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গড়জরিপা ইউনিয়নের ডাকবদলি এলাকায় শেরপুর-ঝিনাইগাতী আঞ্চলিক মহাসড়কের পাশে ওই ঘটনা ঘটে।
আহতরা হলেন পাশ্ববর্তী চৈতাজানি এলাকার ইউপি মেম্বার প্রার্থী শাহজাহান আলী ও মো. কাদের। দুর্ঘটনার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ডাকবদলি এলাকায় একটি মাটিবাহী ড্রাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে একটি বেঞ্চের উপর বসে থাকা সোহাগসহ ৩ জনকে চাপা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পরে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ। আহত হয় দুজন।
স্থানীয় বাসিন্দা নাইম জানান, রাত হওয়ায় আমরা ঘটনা দেখিনি। তবে আমি উচ্চ শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি সোহাগ মিয়া ও একটি মোটর সাইকেল ট্রাকের নিচে। বাকিরা পাশে পড়ে আছে। আমরা সবাই মিলে সোহাগকে ট্রাকের নিচে থেকে বের করি। পরে পুলিশকে খবর দিলে তারা আসে।’
এ ব্যাপারে শ্রীবরদী থানার এসআই চাঁন মিয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেইসাথে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে।