স্টাফ রিপোর্টার : সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিলের দাবিতে শেরপুরে বাসচালকদের অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে ৩ দিন বন্ধ থাকার পর ২২ নভেম্বর শুক্রবার সকাল থেকে জেলার অভ্যন্তরিণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল শুরু হয়েছে। ধর্মঘট শেষ হওয়ায় যাত্রী ও জনমনে স্বস্তি ফিরে এসেছে। শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন যানবাহন চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিলের দাবিতে গত মঙ্গলবার থেকে শেরপুরের পরিবহন শ্রমিকেরা বাস চলাচল বন্ধ রেখেছিলেন। ধর্মঘটের ফলে যাত্রীরা চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েন। তবে শুক্রবার সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ায় শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টারমিনাল ও নবীনগর বাস টারমিনালে বিভিন্ন গন্তব্যে যাওয়া বিপুলসংখ্যক যাত্রীর ভিড় দেখা যায়।
শেরপুরের নাগরিক সংগঠন জনউদ্যোগ এর আহবায়ক আবুল কালাম আজাদ বলেন, ধর্মঘট প্রত্যাহার করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। ভবিষ্যতে যাত্রীদের জিম্মি করে এ ধরনের ধর্মঘট না করার জন্য শ্রমিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তিনি। পাশাপাশি শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনা করার এবং একইসঙ্গে যাত্রীদের দুর্ভোগ লাঘবে অনতিলম্বে শেরপুরে রেলপথ নির্মাণের জন্য সরকারের নিকট দাবি জানান তিনি।
