স্টাফ রিপোর্টার ॥ শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে জেলা শিশু একাডেমি মিলনায়তনে ওই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতা চলাকালে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, গণমাধ্যমকর্মী রফিক মজিদসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবকেরা একাডেমী কার্যালয়ে উপস্থিত ছিলেন। ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ডিসি উদ্যানে অনুষ্ঠেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিশুদের পুরস্কার প্রদান করা হবে।