স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকা থেকে বিশেষ অভিযানে আব্দুল কুদ্দুস মাখন (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শেরপুরের ডিবি পুলিশ। ৫ অক্টোবর শুক্রবার ভোরে ঢাকার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাখন নকলা উপজেলার নারায়নখোলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। শনিবার বিকেলে বিশেষ ক্ষমতা আইনের নিয়মিত মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেয়।
শনিবার সন্ধ্যায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেরপুর সদর থানার একটি জাল টাকার মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে শুক্রবার ভোরে তাকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে শেরপুরে আনার পর তার দেওয়া তথ্য মোতাবেক নকলা উপজেলার চরবসন্তী এলাকা থেকে অভিযান চালিয়ে ১ হাজার টাকার ৬টি ও ৫শ টাকার ১৯টি নোট এবং ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জাল টাকা ও ফেনসিডিল বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
এদিকে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গ্রেফতারকৃত মাখন নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউজ্জামান বাদশার ঘনিষ্ঠ। তিনি বেশ কিছুদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর ঘোর সমালোচনা করে আসছেন।
