শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার তিনঘড়িপাড়া গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় মাঠে আয়োজিত হা-ডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর রবিবার বিকেলে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে কাকিলাকুড়া পুটল কাব ৪-০ সেটে তিনঘড়িপাড়া কাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ওই ফাইনাল খেলা উপভোগ করতে কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে।