মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজার থেকে তিন কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গাংনী র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশরাফ উদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সঙ্গিয় ফোর্স নিয়ে বারাদি স্কুল বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেহেরপুর থেকে বরিশাল গামী আলসানি (ঢাকা মেট্র-ব-১১-১৭৬২) পরিবহণ থেকে তিন কেজি গাঁজা সহ মোহন (২৭) ও মোকাদ্দেস ইসলাম (২৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের নামে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে। যার মামলা নং-২৯।

মেহেরপুরের দক্ষিণ শালিকা কমিউনিটি ক্লিনিকের র্যালি ও আলোচনা সভা
কমিউনিটি ক্লিনিক-এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরসি এইচসি আইবি (কমিউনিটি ক্লিনিক প্রকল্প )-এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা করেছে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা কমিউনিটি ক্লিনিক। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সহযোগিতায় আজ বুধবার সকাল ৯টার দিকে দক্ষিন শালিকা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারি আবু সাঈদ বিপ্লবের নেতৃত্বে ক্লিনিকের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শালিকার সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনায় সহকারি স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আল মাসুদ, সি এইচ সি পি নুরুন্নাহার সহ সকল শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
