তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লায় শিশুপ্রিয় উত্তম বহ্নি সেন এর দ্বিতীয় ছড়া গ্রন্থ “ছোটদের মজার ছড়া” প্রকাশনা উন্মোচণ করা হয়েছে। ৬ এপ্রিল রবিবার বিকেল ৫টায় কুমিল্লা মহানগরীর গর্জন খোলার কাঁঠালতলায় গ্লোবাল ইউনিক একাডেমী প্রাঙ্গণে কুমিল্লা আর্ট এন্ড মিউজিক স্কুলে ওই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
ওই প্রকাশনা অনুষ্ঠানে কুমিল্লা আর্ট এন্ড মিউজিক স্কুলের সম্পাদক (প্রশিক্ষণ) মল্লিকা রাণী দে’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা ও প্রধান প্রতিবেদক মোতাহার হোসেন মাহবুব, মধুমিতা কচিকাঁচার মেলা কুমিল্লার পরিচালক অনিমা মজুমদার, এ.বি.এম শাহাদাত হোসেন, কবি হাসনেয়ারা মিনা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা সিটি প্রেসক্লাব সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার তাপস চন্দ্র সরকার, দৈনিক একুশে সংবাদ এর কুমিল্লা প্রতিনিধি অমল মজুমদার, দৈনিক আমাদের কুমিল্লার ফটো সাংবাদিক এন.কে রিপন, দৈনিক শিরোনাম এর ফটো সাংবাদিক সুমন আহমেদ, ৭১টিভি’র ফটো সাংবাদিক সাকিব সহ কুমিল্লা আর্ট এন্ড মিউজিক স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
