স্টাফ রিপোর্টার : শিশুর রাতকানা প্রতিরোধ ও ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুর জেলায় এবার প্রায় দুই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ৫ এপ্রিল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এসব ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানে হবে। এজন্য জেলার ৫ উপজেলায় ১ হাজার ৩৩৪ টি স্থায়ী টিকাদান কেন্দ্র ছাড়াও ৬৭ টি অস্থায়ী ও ১৮ টি ভ্রাম্যমান কেন্দ্র সহ এক হাজার ৪১৯ টি কেন্দ্রে স্থাপন করা হয়েছে।

৩১ মার্চ সোমবার বিকেলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. নারায়ন চন্দ্র দে ওইসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সেলিম মিয়া। এসময় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
