ads

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুর ও রাণীনগরে বিএনপি’র নান্নু ও জেমস চেয়ারম্যান নির্বাচিত

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০১৪ ৫:২৩ অপরাহ্ণ

Naogaon Mohadevpur o Raninagar Upozila Chairman nirbachan 20.2.14নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি সমর্থিত আব্দুস সাত্তার নান্নু চেয়ারম্যান, জামাত সমর্থিত রফিকুল ইসলাম ভাইস চেয়ারম্যান ও বিএনপি সমর্থিত মরজিনা পারভীন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার ১০ টি ইউনিয়নের ৬২ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ২ লাখ ৬ হাজার ৫৫৮ জন ভোটারের মধ্যে মোট ১ লাখ ৫২ হাজার ৩৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদানের হার ৭৩.৭৬%। ভোট গণনা শেষে রাত ১২ টায় উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেসরকারী ফলাফল ঘোষণা করেন। উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু ঘোড়া মার্কা প্রতিকে ৫৭ হাজার ৫২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামীলীগ (বর্তমান এমপি সেলিম উদ্দিন তরফদার গ্রæপ) সমর্থিত জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মঈনুল ইসলাম ময়েন চিংড়ি মাছ প্রতিকে পান ৪৯ হাজার ২৮০ ভোট। এছাড়া বর্তমান উপজেলা চেয়ারম্যান বিদ্রোহী বিএনপির (ফজলে হুদা বাবুল গ্রæপ সমর্থিত) রিয়াছাত হায়দার টগর হেলিকপ্টার প্রতিকে ২৩ হাজার ৬০৪ ভোট, আওয়ামীলীগের (সাবেক এমপি ডক্টর আকরাম হোসেন চৌধুরী সমর্থিত) থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন দোয়াত কলম প্রতিকে ১০ হাজার ২৮৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রলয় কুমার মুক্তি মটরসাইকেল প্রতিকে ৩ হাজার ৮৮৩ ভোট এবং বাসদ সমর্থিত কালিপদ সরকার আনারস প্রতিকে ৫৩৯ ভোট পান।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জামাত সমর্থিত মহাদেবপুর শহর জামাতের সেক্রেটারী রফিকুল ইসলাম অপু মাইক প্রতিকে ৬৩ হাজার ৮৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামীলীগ সমর্থিত আনোয়ার হোসেন বৈদ্যুতিক বাল্ব প্রতিকে ৩৯ হাজার ৮৩৮ ভোট, বিএনপি সমর্থিত থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ১৯ হাজার ৫২৫ ভোট, আওয়ামীলীগের (সাবেক এমপি ডক্টর আকরাম হোসেন চৌধুরী সমর্থিত) আতিকুর রহমান মুনু টিউবওয়েল প্রতিকে ১১ হাজার ৩২১ ভোট, বিদ্রোহী বিএনপি (ফজলে হুদা বাবুল গ্রæপ সমর্থিত) জাহাঙ্গীরপুর সরকারী কলেজের সাবেক ভিপি এনামুল হক চশমা প্রতিকে ৪ হাজার ৫২০ ভোট এবং উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি আশেক এলাহী পান ৪ হাজার ৬০ ভোট।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত মরজিনা পারভীন ফুটবল প্রতিকে ৬৩ হাজার ৯২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম হাসিনা বিশ্বাস কলস প্রতিকে ৩১ হাজার ৩৯১ ভোট, স্বতন্ত্র প্রার্থী উত্তরগ্রাম ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সাবেক মেম্বার তহমিনা রহমান নার্গিস হাস প্রতিকে ৩০ হাজার ৮৯৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শিক্ষিকা রাজিয়া সুলতানা বৈদ্যুতিক পাখা প্রতিকে পান ১৬ হাজার ৩৮৬ ভোট।
রাণীনগর
নওগাঁর রাণীনগরে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত থানা বিএনপির সভাপতি আল ফারুক জেমস্ আনারস প্রতিকে ৫১ হাজার ৮৯৭ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আ‘লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলাল দোয়াত কলম মার্কায় পেয়েছেন ৪১ হাজার ১৪৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে জামাতের হারুন অর রশিদ টিউবওয়েল মার্কায় ৩৮ হাজার ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আ‘লীগ প্রার্থী শহিদুল­া মিয়া চশমা মার্কায় পেয়েছেন ২৯ হাজার ৩৮১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সনিয়া ইসলাম কলস মার্কায় ৫৮ হাজার ৯২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আ‘লীগ প্রার্থী ফরিদা বেগম হাস মার্কায় পেয়েছেন ৩২ হাজার ২০২ ভোট।
এই উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্ব›িদ্বতা করেন। উপজেলার ৪৩ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। মোট ভোটার ১ লাখ ৩১ হাজার ৪৬১ জন। এর মধ্যে পুরুষ ৬৫ হাজার ৫৪১ জন ও মহিলা ভোটার ৬৫ হাজার ৯২০ জন। জেলা রিটার্নিং অফিসার নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জাহাঙ্গীর আলম জানান জেলায় শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!