নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অপহরনের ২১ দিন পর এক আদিবাসী স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে।
পুলিশ জানায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের খিদিরপুর গ্রামের শ্রী গোবরা কেরকাটার ১০ম শ্রেণীতে পড়–য়া মেয়ে সেলিশটিনা কেরকাটাকে গত ২৮ জানুয়ারী সকালে স্কুলে যাওয়ার পথে একই ইউনিয়নের শাল্টিমুরাদপুর গ্রামের বজলুর রহমানের ছেলে আঃ মতিন তার কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে অপহরন করে নিয়ে যায়। এঘটনায় অপহৃতার পিতা গত ৪ ফেব্রæয়ারী তার মেয়েকে পাওয়া যাচ্ছেনা মর্মে থানায় জি,ডি নং ৯৪৪ দায়ের করে। এরপর সে অপহৃতার সন্ধান পান এবং অপহৃতা মেয়েকে ফেরত পাওয়ার জন্য ইউ,পি চেয়ারম্যানের নিকট শালিস বৈঠক করেন। শালিস বৈঠকে অপহৃতা জানান তাকে কেউ অপহরন করে নাই। সে স্বেচ্ছায় তার প্রেমিকের সাথে চলে যায় এবং সে পিতা মাতার ঘরে যেতে অপারগতা জানায়। এমত্াবস্থায় অমিমাংসিত ভাবে শালিশ বৈঠক শেষ হয়। পরে অপহৃতার পিতা গোবরা কেরকাটা বাদী হয়ে গত মঙ্গলবার নবাবগঞ্জ থানায় অপহরন ও অপহরনের সহায়তার অভিযোগ আনয়ন করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অপহৃতাকে গত বুধবার উদ্ধার করে হেফাজতে নেন। অপহৃতা পুলিশ ও সাংবাদিকদের বলেন সে এফিডিফিটের মাধ্যমে ধর্মান্তর হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছে এবং বর্তমান তার নাম রাখা হয়েছে রাবেয়া ইয়াসমিন। সে তার পিতা-মাতার ঘরে ফিরে যাবে না। সে তার প্রেমিকাকে বিয়ে করেছে। এখন তার স্বামীর ঘরে থাকবে। উদ্ধার হওয়া অপহৃতা এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা হেফাজতে ছিল এবং তাকে আদালতে প্রেরন করা হবে বলে পুলিশ জানায়।