শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) : ডুমুরিয়ায় চলাচলের রাস্তা কেটে গর্ত করায় ভ্রাম্যমান আদালতে এক জনের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে ১১টায় সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিষ্টেট মো. সেলিম রেজা ওই জরিমানার আদেশ দেন। এ সময় তার সাথে ছিলেন অফিস সহকারী মো. নজরুল ইসলাম ও এস আই আজহারুল ইসলাম।
জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের ডুমুরিয়া-খুলনা সড়কের রাস্তা কেটে গর্ত করার কারনে ডুমুরিয়া থানার গুটুদিয়া গ্রামের মোঃ মোহর আলির ছেলে মোঃ হাবিবুর রহমানকে ৫ হাজার টাকার অর্থদন্ডাদেশ দেওয়া হয়।